Site icon Jamuna Television

আর্থিক প্রতিবেদন তৈরিতে অনেক প্রতিষ্ঠান মানদণ্ড মানছে না: সিপিডি

বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো পর্যাপ্তভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যভিত্তিক (এসডিজি) রিপোর্টিং অনুসরণ করে না। সঠিকভাবে প্রকাশ করা হয় না আর্থিক বিবরণী। ব্যক্তিখাত সমৃদ্ধি এবং উত্তরণে সঠিক টেকসই নীতি কাঠামোর বিকল্প নেই।

শনিবার (২৯ অক্টোবর) সকালে ব্যক্তিখাতের সাসটেইনিবিলিটি রিপোর্টিং নিয়ে আলোচনায় এমন তাগিদ তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

তাতে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট তৈরি করার জন্য অনুসরণ করা পদ্ধতি অস্পষ্ট থেকে যায়। স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা, বিশেষ করে গ্রাহকদের দিকটি প্রতিবেদন তৈরিতে প্রায়ই দুর্বল থাকে।
আলোচনায় জানানো হয়, দেশের ব্যক্তিখাতের কোম্পানি সমস্যাযুক্ত তথ্যের পরিবর্তে অনুকূল তথ্য প্রকাশে বেশি আগ্রহী। ব্যবসা পরিচালনায় সঠিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। তা না হলে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়তে হবে। ব্যক্তি উদ্যোগে দক্ষতা এবং নীতি কাঠামো টেকসই হলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

/এমএন

Exit mobile version