Site icon Jamuna Television

৪২ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের

ছবি: সংগৃহীত

ইনিংসের শুরুতেই উইকেট তুলে নেয়া অভ্যাসে পরিণত করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া উইকেট নেয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সফলতা পেয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন জিম্বাবুয়ের বিপক্ষেও।

আফ্রিকার দলটির বিপক্ষে টানা দুই ওভারে তুলে নিয়েছেন জোড়া উইকেট। ফলে জিম্বাবুয়েকে ১৫১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় ধাক্কা দিলেন দেশসেরা এই পেসার।

বাংলাদেশের দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাসকিনের দ্বিতীয় বলেই কভার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করেছিলেন ওয়েসলি মাধেভেরে। তাসকিন প্রতিশোধ নিলেন পরের বলেই। অফ স্টাম্পের বাইরে বল করে পরাস্ত করলেন মাধেভেরেকে। ডিপ থার্ডম্যানে মোস্তাফিজুর রহমানের কাছে সহজ ক্যাচ তুলে দেন তিনি। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হন মোস্তাফিজ।

যার ফলে টানা তৃতীয় ম্যাচে ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। এর ধারাবাহিকতা তাসকিন ধরে রাখলেন পরের ওভারেও। অধিনায়ক ক্রেইগ আরভিনকে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে জোড়া আঘাত করেন এই পেসার।

পরে মোস্তাফিজ হানেন জোড়া আঘাত। মিল্টন শুম্বাকে ৮ রানে ফেরানোর পরই তুলে নেন জিম্বাবুয়ের তুরুপের তাশ সিকান্দার রাজার উইকেটটিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪২ রান করেছে।

/এনএএস

Exit mobile version