Site icon Jamuna Television

এরকম নো বল বোধহয় এবারই প্রথম দেখলাম: তাসকিন

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের নায়ক দুর্দান্ত তাসকিন আহমেদ হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, আমরা প্রচণ্ড নার্ভাস ছিলাম। দারুণ একটি ম্যাচ ছিল, কিন্তু মোটেও সহজ ছিল না। এরকম নো বল বোধহয় এবারই প্রথম দেখলাম।

সেটা তাসকিনের না দেখা থাকতেই পারে। বাংলাদেশ মূলত জিতেছে দুইবার। আর, এক ম্যাচে দুইবার জেতা তো সব সময় ঘটে না! ১ বলে ৫ রান দরকার-এমন সমীকরণে ব্লেসিং মুজারাবানিকে স্ট্যাম্পিংয়ে ফিরিয়ে জয়ের আনন্দে বাংলাদেশকে ভাসান মোসাদ্দেক। কিন্তু না! দেখা গেল, বল স্ট্যাম্পের লাইন পার করার আগেই তালুবন্দি করে স্ট্যাম্প ভেঙেছেন সোহান। তাই নো বল! ফ্রি হিট এবং সমীকরণ ১ বলে ৪ রান! মাঠে ত্যাগের পর আবার সবাই ফিরে আসেন মাঠে। নাটকের শেষ অঙ্কও মঞ্চস্থ হলো মোসাদ্দেকের আরেক ডট বলে। শেষমেশ বাংলাদেশই জয়ী।

তবে, এই ক্ষেত্র প্রস্তুত করেছে তাসকিন এবং মোস্তাফিজ- দুই পেসার। ম্যাচ শেষে তাসকিন আরও বলেন, আমি নিজের বোলিং নিয়ে পরিশ্রম করে যাচ্ছি। আর এখন সেটারই ফলাফল পাচ্ছি। ঘরের মাঠে উইকেট খুবই স্লো। আর এখানে ইনিংসের শুরুতে সহায়তা থাকে। মুভমেন্টও পাওয়া যায়। তাই সবকিছুই ভালোভাবে হচ্ছে। আমাদের ফাস্ট বোলিং ইউনিট বেশ ভালো। আর আমরা এই নিয়ে কাজ করে যাচ্ছি। অ্যালান ডোনাল্ড এবং অন্যান্য কোচিং স্টাফ আমাদের সাহায্য করছে। আশা করি, আমরা আরও ভালো করতে পারবো।

আরও পড়ুন: এক ম্যাচে দুইবার জিতলো বাংলাদেশ

/এম ই

Exit mobile version