Site icon Jamuna Television

ঝিনাইদহে মা-বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় একসঙ্গে পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার গোপালপুর এলাকার রনি হোসেন, তার বাবা মোলাম হোসেন ও মা নারগিস বেগম। বর্তমানে রনি ও তার বাবা মোলাম হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মা নারগিস বেগম ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে রনি বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালায় একই গ্রামের ১০/১৫ জন। রড দিয়ে পিটিয়ে জখমের পর রনি দৌড়ে বাড়িতে চলে যায়। রনির মাথায় বাবা-মা পানি দেয়ার সময় বাড়িতে গিয়ে আবারও হামলা চালায় তারা। এসময় লোহার রড দিয়ে রনি ও তার বাবা মোলাম হোসেনকে পিটিয়ে ও দা দিয়ে নারগিস বেগমকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে রনির মা নারগিস বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version