Site icon Jamuna Television

গর্ত থেকে উঠতে পাকিস্তানের লক্ষ্য মাত্র ৯২ রান

ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচেই শেষ বলে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির আশা কিছুটা যেন ফিকে হয়ে গেছে পাকিস্তানের। গর্ত থেকে উঠতে অবশ্য নেদারল্যান্ডসের সাহায্যই পেলো বাবর আজমের দল। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করেছে ডাচরা। চলতি আসরে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেতে ৯২ রান করতে হবে পাকিস্তানকে।

ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে পাকিস্তান। দুটি ম্যাচই জিততে জিততে হারতে হয়েছে বাবর আজমের দলকে। অন্যদিকে নেদারল্যান্ডসও হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচ। ফলে সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প দুই দলেরই। তবে সেই ছাপ পাওয়া যায়নি ডাচদের খেলায়। পুরো ইনিংসে চোখে পড়েনি টি-টোয়েন্টির ঝাঁঝ।

ছবি: সংগৃহীত

পার্থে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার স্টিফেন মাইবার্গ ১১ বলে ৬ রান করে শাহিন আফ্রিদির বলে মোহাম্মদ ওয়াসিমের তালুবন্দি হন। অপর ওপেনার ম্যাক্স ও’ডাউড ১৩ বলে ৮ রান করে শাদাব খানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। বাস ডি লিডে চোট পেয়ে মাঠ ছাড়লে ক্রিজে আসেন টম কুপার। তিনিও থিতু হতে পারেননি। মাত্র দুই বল খেলে শাদাবের বলে তালুবন্দি হন মোহাম্মদ ওয়াসিমের। কলিন আকারম্যান এসে কিছুদূর এগিয়ে নিয়েছেন দলকে। ২৭ বলে ২৭ রান করে তিনিও শাদাবের শিকারে পরিণত হন।

এরপর অধিনায়ক স্কট এডওয়ার্ডস এসে ২০ বলে ১৫ রান করে দলকে কিনার থেকে তুলতে পারেননি। নাসিম শাহের বলে তিনি ক্যাচ তুলে দেন ইফতিখারের হাতে। ভ্যান ডার মারওয়ে ৬ বলে ৫ রান করে বোল্ড হন হারিস রউফের বলে। টিম প্রিঙ্গলের স্ট্যাম্পও উড়িয়ে দেয় মোহাম্মদ ওয়াসিম। পাকিস্তানের পক্ষে শাদাব খান নিয়েছেন ২২ রান খরচায় ৩ উইকেট।

আরও পড়ুন: এরকম নো বলে বোধহয় এবারই প্রথম দেখলাম: তাসকিন

এএআর/

Exit mobile version