Site icon Jamuna Television

সাতক্ষীরায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুরে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোহরাব হোসেন (৫৫) মাহমুদপুর গ্রামের মুনসুর শেখের ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সকালে দোকানের সামনে ভ্যান রাখা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর মোশারফ হোসেন কুপিয়ে বড় ভাই সোহরাব হোসেনকে হত্যা করে। এ ঘটনার পর মোশারফ হোসেন পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version