Site icon Jamuna Television

শান্তি মিশনে পুলিশ সদস্যদের সংখ্যা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের বাড়ানোর কথা বলেন তিনি।

রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ পুলিশ ‘ইউএনপোল’ দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা সুনামের সাথে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। নারী সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জীবনবাজি রেখে কাজ করছেন তারা। তাই নারী সদস্যদের সংখ্যা আরও বাড়ানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদ নির্মূল ও করোনা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা বিশ্বে প্রশংসিত হয়েছে।

/এমএন

Exit mobile version