Site icon Jamuna Television

আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত আবদুর রহিম

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় আবদুর রহিম (৩৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে একদল ডাকাত। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয় বলেও জানা গেছে। ছুটি শেষে বাংলাদেশ থেকে মাত্র দুই মাস আগে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন তিনি।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রহিম।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন রহিম। এ সময় দোকানের ওপরের টিন কেটে কয়েকজন আফ্রিকান সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে দোকানের ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রহিমকে হত্যার পর সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলেও জানিয়েছেন সেলিম মিয়া।

সেলিম মিয়া আরও জানান, গত ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। আফ্রিকার উজালা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সে দেশে বিয়ে করে স্ত্রী ও এক ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন রহিম। ছুটিতে দেশে আসার পর গত আগস্টে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন রহিম। রহিমের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

এসজেড/

Exit mobile version