Site icon Jamuna Television

মিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী নয়: হাইকোর্ট

সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষেত্রে পুলিশ কমিশনারের ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অ্যাক্ট’-এর ২৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে গত ২০ অক্টোবর মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অ্যাক্ট’-এর ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। এই ধারায় বলা আছে, জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষায় পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন, লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরুপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ছাড়া ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।

/এমএন

Exit mobile version