Site icon Jamuna Television

এখনও প্রত্যাবাসনের জন্য প্রস্তুত নয় রাখাইন : রেডক্রস

রাখাইনে বিপুল সংখ্যক রোহিঙ্গার ফেরার মত পরিবেশ এখনও হয়নি। সেখানকার সামাজিক ব্যবস্থা আর অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। এমন মন্তব্য করেছেন, ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রস-আইসিআরসি’র প্রেসিডেন্ট পিটার মাউরা।

রাজধানীর বনানীতে রেডক্রিসেন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সীমান্তের দুপাশে পর্যবেক্ষণ করে দেখা গেছে রোহিঙ্গারা দু’জায়গাতেই ভুগছেন। পিটার মাউরা বলেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে মানুষ মানবেতর ভাবে জীবনযাপন করছেন।

বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হবে। এই পরিস্থিতিতে রোহিঙ্গারা সেখানে থাকতেও পারবেন না আবার ফিরতেও পারবেন না। সাহায্য স্বত্বেও রোহিঙ্গারা খুব ভাল নেই বলে জানান এই আইসিআরসির শীর্ষ কর্মকর্তা। বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান।

Exit mobile version