Site icon Jamuna Television

আরও ৪ জনের প্রাণ গেলো করোনায়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছে ১১৫ জন।

রোববার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৫৪টি। এদিন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

এই পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনের। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৪২৩ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৬ জন।

এসজেড/

Exit mobile version