Site icon Jamuna Television

রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডকে এগিয়ে আসতে পররাষ্ট্র সচিবের আহ্বান

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি।

আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-থাইল্যান্ডের কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট এবং ই-বুকের উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব এবং থাইল্যান্ডের সচিব সারুন চারুয়েনসুয়ান। এ সময় দুই বন্ধু রাষ্ট্রের দীর্ঘদিনের সৌর্হাদ্যপূর্ণ সম্পর্কের স্মরণ করে তারা বলেন, উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে চলবে ঢাকা- ব্যাংকক।

মাসুদ বিন মোমেন জানান, বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টার পরও মিয়ানমার তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও ফেরত নেয়নি।

/এমএন

Exit mobile version