Site icon Jamuna Television

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ছবি: সংগৃহীত

পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে পার্থে মাঠে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ টুর শীর্ষস্থান দখলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রথম দুই ম্যাচই জিতে আপাতত এগিয়ে আছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় ছিনিয়ে নিয়েছে। তবে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে প্রোটিয়ারা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, ট্রিস্টান স্টাবস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আইনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি।

আরও পড়ুন: ভারত- দ. আফ্রিকা ম্যাচে ছড়ি ঘুরাবে কে, কোহলি না রুশো?

/এম ই

Exit mobile version