Site icon Jamuna Television

হাতিয়ায় ৬ হরিণ শিকারি আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় হরিণ শিকারি চক্রের ৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ (২৫), জুলফিকার (২৩), মজনু (৩০), মান্নান (৩২) এবং দুলাল (২২)।

রোববার (৩০ অক্টোবর) বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

এসজেড/

Exit mobile version