Site icon Jamuna Television

চকলেট খাওয়ানোর কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে চকলেট খাওয়ানোর কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর নজরুলের বস্তির জনৈক মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জয়নাল আবেদীন জনিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার বিদ্যাগঞ্জ এলাকার মোজাম্মেল হকের ছেলে।

এ বিষয়ে টঙ্গী থানা পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ওই শিশুটির পিতা-মাতা নজরুলের বস্তিতে ভাড়া থাকেন। আসামি জয়নাল আবেদীন জনি পার্শ্ববর্তী মিজানের বস্তিতে ভাড়া থাকে। জনি ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার মা বিষয়টি টের পান। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি জয়নাল আবেদীন জনিকে গ্রেফতার করে।

ইউএইচ/

Exit mobile version