Site icon Jamuna Television

হেরোইন পাচারকালে পুলিশ সদস্য গ্রেফতার

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে হেরোইনসহ নূর নবী নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ অক্টোবর) গভীর রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে আরও দু’জনকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। গ্রেফতারকৃত নূর নবী (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারংপুর পুলিশপাড়া মহল্লায় বলে জানা যায়।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version