Site icon Jamuna Television

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নদীতে: নিহতের সংখ্যা বেড়ে ৯১

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুজরাটের মোরবি শহরের মাচ্চু নদীর ওপর নির্মিত শতবর্ষী ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা কয়েকশ’ মানুষ নদীতে পড়ে যায়। অনেকে সেতুতেও ঝুলতে থাকে। পরে ৯১ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের উদ্ধারে চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের।

২৩০ মিটার দৈর্ঘ্যের ঐতিহাসিক এই সেতুটি ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল। মেরামতের জন্য ছয়মাস বন্ধ থাকার পর গেল ২৬ অক্টোবর সেতুটি পুনরায় পারাপারের জন্য খুলে দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version