Site icon Jamuna Television

রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ১৭ নভেম্বর

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

ঢাকা হয়ে বিরতি দিয়ে নয়, প্রথমবারের মতো রাজশাহী-কক্সবাজার আকাশপথে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ১৭ নভেম্বর থেকে। বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থা নভোএয়ার রোববার থেকে টিকিট বিক্রি শুরু করেছে।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে কক্সবাজার ও রোববার বিকেলে কক্সবাজার থেকে রাজশাহী ফ্লাইট পরিচালনা করবে তারা।

নভোএয়ার জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছাবে ১২টায়। টিকেটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একই সময়ে ফ্লাইট থাকবে। আর রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

প্রসঙ্গত, এই প্রথমবারের মতো ঢাকা ছাড়া অন্য কোনো শহর থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু হলো।

ইউএইচ/

Exit mobile version