Site icon Jamuna Television

ইমরান খানের র‍্যালিতে ট্রাকের ধাক্কায় নিহত সাংবাদিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের র‍্যালিতে ট্রাকের ধাক্কায় এক নারী সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। নিহত সংবাদকর্মীর নাম সাদাফ নাঈম। তিনি চ্যানেল ফাইভে কাজ করতেন।

জিও নিউজের খবর অনুযায়ী রোববার (৩০ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী একটি কন্টেইনার সাদাফকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরই সেদিনের সব কর্মসূচি স্থগিত করেন ইমরান খান। বলেন, এমন মর্মান্তিক ঘটনার জন্য আমরা আজকের সব কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন এবং বলেছেন তিনি নিহতের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করবেন।

দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম। সাদাফ খুব মেধাবী সাংবাদিক ছিলেন।

এটিএম/

Exit mobile version