Site icon Jamuna Television

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ চক্রের ৩ সদস্য আটক

প্রায় ৫০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১০। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

রোববার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খোঁজা হচ্ছে এর সাথে জড়িত অন্যদের।

র‍্যাবের ধারণা, এমন অসংখ্য জাল স্ট্যাম্প বাজারে আছে। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।

র‍্যাব ১০’র অধিনায়ক ফরিদ উদ্দিন বলেন, আটক মোতহার হোসেন, তার স্ত্রী এবং পাপ্পু প্রতি রাতে রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করে। গত ৬ মাস ধরে যেহেতু তারা এর সাথে জড়িত, ইতোমধ্যেই এগুলো বাজারে ছড়িয়ে দিয়েছে।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, স্ট্যাম্প ডিজিটাইজ ও আরও সুনিপুণ করলে জাল করা কঠিন হবে।

এটিএম/

Exit mobile version