Site icon Jamuna Television

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ দেবে রাশিয়া

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য দেশের বিভিন্ন পর্যায়ের এক হাজার দুইশ’ জনকে প্রশিক্ষণ দেবে রাশিয়া। এই তথ্য জানিয়েছে দেশটির পরমাণু বিদ্যুৎ বিষয়ক সংস্থা রোসাটম।

সকালে, বঙ্গবন্ধু নভোথিয়েটারে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, প্রশিক্ষণের ফলে এই খাতে দক্ষতা বাড়বে বাংলাদেশের মানুষের। নিজস্ব লোকবলের অভাব থাকা এই খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাইরে থেকে অভিজ্ঞ শিক্ষক এনে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা ও গবেষণায় গতি আনতে হবে বলেও মত দেন কর্মশালায় অংশ নেয়া বক্তারা।

বর্তমানে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও এমআইএসটিতে এই বিষয়ে পড়ানো হচ্ছে। তবে বিষয়সমূহে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা এবং গবেষণা খুবই কম। এই অবস্থার পরিবর্তন ঘটাতে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version