Site icon Jamuna Television

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

হিলি প্রতিনিধি:

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে আসার সময় স্ট্রোক করে রয়েল হোসেন (৪২) নামের বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। রয়েল হোসেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিল রোড় এলাকার তাসির উদ্দিনের ছেলে। গত ২৮ অক্টোবর তিনি ভ্রমণের জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী রয়েল হোসেন ভারতের ইমিগ্রেশনে সকল কার্যক্রম শেষ করেন। এরপর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেই আকস্মিকভাবে স্ট্রোক করেন এবং মাটিয়ে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. হুমায়ুন কবির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রয়েলের মৃত্যু হয়েছিল। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version