Site icon Jamuna Television

তিন দফা দাবিতে পদযাত্রা করে স্পিকারকে সোহেল তাজের স্মারকলিপি

সোহেল তাজের স্মারকলিপি গ্রহণ করছেন স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ।

তিন দফা দাবিতে পদযাত্রা করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে পদযাত্রা করে সংসদ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তিনি।

সোহেল তাজের তিন দফা দাবির মধ্যে আছে, ১০ এপ্রিল ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা। ৩ নভেম্বর ‘জেল হত‍্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সকল ব‍্যক্তিদের অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ‍্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

এ সময় সোহেল তাজ বলেন, ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। মুজিবনগর সরকার গঠিত না হলে বাংলাদেশের ইতিহাস অন‍্যরকম হতো বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন

Exit mobile version