Site icon Jamuna Television

ভোলায় ৫ কো‌টি টাকার কা‌রেন্ট জাল জব্দ

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় মেঘনা নদী থে‌কে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ক‌রে‌ছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস্যরা। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৫ কো‌টি টাকা ব‌লে নিশ্চিত করেছেন কোস্টগার্ড।

সোমবার (৩১ অক্টোবর) ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থে‌কে এ জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জো‌নের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শা‌ফিউল কিঞ্জল তথ্য নিশ্চিত ক‌রে জানান, আজ সকাল ১০টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস্যরা বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রে চরফ্যাশন উপজেলার খেজুর গা‌ছিয়া, সামরাজ, বয়ার চর, ঢাল চর, চর পা‌তিলা এলাকার মেঘনা নদী‌ থে‌কে এ জাল জব্দ ক‌রে। ত‌বে এর সা‌থে জড়িতরা কোস্টগা‌র্ডের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পা‌লি‌য়ে যাওয়ায় কাউ‌কে আটক করা যায়‌নি। জব্দকৃত কারেন্ট জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version