Site icon Jamuna Television

মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার মুখোমুখি আফগানিস্তান, দুপুরে ইংলিশদের প্রতিপক্ষ কিউইরা

ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি।

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ওয়ানে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া, গ্রুপ ওয়ানে কালকের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে শুরুটা খুব ভাল করতে পারেনি এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। তিন ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান এখন লঙ্কানদের। আর আফগানদের অবস্থা যেনো একটু বেশিই শোচনীয়। তিন ম্যাচে তাদেরও সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান ছয় নাম্বারে। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে দু’দলেরই জেতার সংকল্প নিয়ে মাঠে নামতে হবে কাল।

এদিকে, বিশ্বকাপের এবারের আসরে চমৎকার সূচনা করেছে ব্ল্যাক ক্যাপরা। একটি ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হলেও দুই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারা।

অপরদিকে, তিন ম্যাচ খেলে মাত্র একটি জয় আর তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংলিশরা। বৃষ্টির কবলে পড়ে বাটলার বাহিনীকেও করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। তাই ইংল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই হবে এটি। তবে জয় পেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে কিউইরা।

/এসএইচ

Exit mobile version