Site icon Jamuna Television

আইআরজিসির হুঁশিয়ারি উপেক্ষা করে রাজপথে ইরানের শিক্ষার্থীরা

দ্য গার্ডিয়ান থেকে সংগৃহীত ছবি।

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর কমান্ডারের হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও রাজপথে নেমেছেন ইরানের শিক্ষার্থীরা। রোববার (৩০ অক্টোবর) দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। খবর দ্য গার্ডিয়ানের।

এদিন, আন্দোলনকারীরা যাতে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে না যেতে পারেন সেজন্য আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। দেশজুড়েই ব্যারিকেড দিয়ে রাখা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাস্তাগুলোয়।

রোববার সকালে বিভিন্ন ক্যাম্পাস থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। ব্যবহার করে টিয়ার গ্যাস ও জলকামান। একাধিক স্থানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জও করে পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বিক্ষোভকারীদের আর রাজপথে নামতে দেয়া হবে না- বলে হুঁশিয়ারি দেন রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেন সালামি।

উল্লেখ্য, সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মাহশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর জেরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরান জুড়ে। শুরু হয় পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন, যা এখনও চলছে।

/এসএইচ

Exit mobile version