Site icon Jamuna Television

১৫ বছর পর সাদা পোষাকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান!

২০০৭ সালের পর আবারও সাদা পোশাকের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু অস্ট্রেলিয়ায়।

অজিদের ’৮৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য সাইমন ও’ডনেল এমন দাবি করেছেন। মেলবোর্নভিত্তিক রেডিও স্টেশন এসইএন এর এক অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি। বলেন, আলোচনা শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তানের একটি টেস্ট ম্যাচ হবে।

এর আগে, ২০০৭ সালে সবশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৫ বছর পর আবারও দুই দলের টেস্ট লড়াই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। বিশেষ করে চলতি বিশ্বকাপে মেলবোর্নে এই দুই দলের লড়াই দেখতে মাঠে হাজির ছিল প্রায় এক লাখ দর্শক। মূলত দর্শক আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজনের তোড়জোড় অস্ট্রেলিয়ার।

/এমএন

Exit mobile version