Site icon Jamuna Television

‘রাশিয়া স্থগিত করলেও শস্যবোঝাই জাহাজ যেতে দেবে তুরস্ক’

ছবি: সংগৃহীত

রাশিয়া স্থগিত করলেও ৩ লাখ ৫৪ হাজার টনের বেশি শস্যবোঝাই ইউক্রেনের একটি জাহাজ গন্তব্যে পৌঁছানো হবে। মানবতার খাতিরেই বন্ধ করা যাবে না রফতানি। এমনটি জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্সের।

সোমবার (১ নভেম্বর) তুরস্কের পক্ষ থেকে এ প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আগস্টে ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহন শুরু হলেও, ৩১ অক্টোবর সবচেয়ে বড় চালানটি রওনা দেয় আফ্রিকার উদ্দেশে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যাপারে রাশিয়া ইতস্তত করলেও শক্ত অবস্থান ছাড়বে না তুরস্ক।

এর আগেই রুশ প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন তুর্কি মন্ত্রী। গেলো সপ্তাহে, নৌঘাঁটিতে হামলার জেরে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। এরপরই গোটা বিশ্বের সমালোচনায় পড়ে পুতিন প্রশাসন।

আরও পড়ুন: রুশ হামলায় সংকটে কিয়েভ, তীব্র পানির কষ্টে ভুগছেন ৮০ শতাশ অধিবাসী

/এম ই

Exit mobile version