Site icon Jamuna Television

টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিলেন ইলন মাস্ক

টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন ইলন মাস্ক। প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালসহ শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করার পর এই সিদ্ধান্ত নেন তিনি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে দাখিল করা নথিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, পরিচালনা পর্ষদের দায়িত্ব থেকে সব সদস্যদের সরিয়ে দিয়েছেন মাস্ক। ফলে টুইটারের সোল ডিরেক্টর বা একমাত্র পরিচালক হয়েছেন তিনি। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করলেন মাস্ক। টুইটারের পরবর্তী সিইও হিসেবে তার অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে, টুইটার ব্যবহারকারীর প্রোফাইল যাচাই এবং নিরাপত্তা বিষয়ক নীতিতে আরও পরিবর্তনের আভাস মিলেছে। টুইটারে ভেরিফায়েড থাকতে ব্যবহারকারীদের ২০ ডলার ব্যয় করার নিয়ম রাখা হতে পারে।

/এমএন

Exit mobile version