Site icon Jamuna Television

বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে রাজধানীতে গার্মেন্টসকর্মীদের বিক্ষোভ

বেতন ও পাওনা না বুঝিয়ে দিয়ে হঠাৎ কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছে অলিও অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নটরডেম কলেজের সামনে রাস্তা বন্ধ করে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে আশপাশের সড়ক ও যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের দাবি, গার্মেন্টসটিতে প্রায় ৩ হাজার শ্রমিক রয়েছে। সবারই চলতি মাসের বেতন-ওভারটাইমসহ বিভিন্ন পাওয়া বাকি রয়েছে। এগুলো না দিয়ে রাতের আধারে গার্মেন্টস বন্ধ করে পালিয়ে গেছে সবাই। যাবতীয় পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

/এমএন

Exit mobile version