Site icon Jamuna Television

বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৫ রানের টার্গেট দিলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। জবাবে, শুরুতেই উইকেট লঙ্কানদের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ২৯ রান।

ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে তুলে নেয় ৪২ রান। লাহিরু কুমারার বলে ২৪ বলে ২৮ রান করা রহমানুল্লাজ গুরবাজ ফিরলে ভাঙে এই জুটি। ২৭ বলে ২৭ রান করে ফেরেন উসমান ঘানি। আর ইব্রাহিম জাদরান ফেরেন ২২ রান করে।

নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবীরা বড় রান না পাওয়ায় দলীয় পুঁজি আশানুরূপ হয়নি আফগানদের। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানে থামে আফগানিস্তানের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ১৩ রান খরচায় ৩ উইকেট।

ছবি: সংগৃহীত

ইনজুরিতে ছিটকে যাওয়া হজরতুল্লাহ জাজাইকে ছাড়া একাদশ সাজিয়েছে আফগানিস্তান। অপরদিকে ১ পরিবর্তন শ্রীলঙ্কা দলে। চামিকা করুনারত্নের জায়গায় একাদশে জায়গা হয়েছে প্রমোদ মাধুশানের। এই ম্যাচে আফগানিস্তান-শ্রীলঙ্কার যেই হারবে, সেই ছিটকে যাবে সেমিফাইনালের সমীকরণ থেকে।

আরও পড়ুন: ‘বেবি এবি’র হাতে টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ড

/এম ই

Exit mobile version