Site icon Jamuna Television

শ্রীলঙ্কার কাছে হেরে সেমির দৌড় থেকে ছিটকে গেল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে ছিটকে পড়েছে আফগানিস্তান। ধনাঞ্জয়া ডি সিলভার ৬৬ রানে ভর করে আফগানদের দেয়া ১৪৫ রানের টার্গেট ৬ উইকেট ও ৯ বল হাতে রেখে টপকে যায় লঙ্কানরা। এই হারে আফগানিস্তানের সেমিফাইনাল স্বপ্ন কার্যত শেষ।

এর আগে, ব্রিসেবেনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। রহমানুল্লা গুরবাজ ফেরেন ২৪ বলে ২৮ রান করে। আর ২৭ রান করে সাজঘরে ফেরেন উসমান ঘানি। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২২ রান করে। এরপর আর কেউ বড় সংগ্রহ করতে না পারলে ১৪৪ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

ছবি: সংগৃহীত

লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার কুশল মেন্ডিস ফেরেন ২৫ রান করে। শেষ দিকে চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসের উইকেট হারালেও ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত ৬৬ রানের ইনিংসে ৬ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪২ বলে এই ইনিংস খেলেন ধনাঞ্জয়া। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রেহমান ও রশিদ খান নেন দু’টি করে উইকেট।

আরও পড়ুন: ১৫ বছর পর সাদা পোষাকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান!

/এম ই

Exit mobile version