Site icon Jamuna Television

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবি’র

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি। পাশাপাশি, ডিমান্ড ও সার্ভিসসহ জামানত বৃদ্ধির আবেদনও করা হয়েছে।

মঙ্গলবার সকালে, রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণশুনানিতে এই প্রস্তাব তুলে ধরেন পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ। সাড়ে ১৪ শতাংশ বাড়ানো হলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়বে ৯৮ পয়সা। সেক্ষেত্রে, প্রতি ইউনিট বিদ্যুতের নতুন মূল্য দাঁড়াবে ৭ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে ১০ দশমিক ৬৫ শতাংশ দাম বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে। এতে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭২ পয়সা বৃদ্ধি পেয়ে হবে ৭ টাকা ৪৮ পয়সা। তবে, নানা যুক্তি উপস্থাপন করে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিরোধিতা করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version