Site icon Jamuna Television

মেক্সিকো ও ভেনেজুয়েলা সীমান্তে ফের উত্তেজনা

ছবি: সংগৃহীত

ফের উত্তেজনা ছড়িয়েছে মেক্সিকো এবং ভেনেজুয়েলা সীমান্তে। সোমবার সীমান্ত পাড়ি দিতে বিক্ষোভ করেন ভেনেজুয়েলার অভিবাসনপ্রত্যাশীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এদিন সীমান্তে এসে জমায়েত হতে শুরু করেন একদল বিক্ষোভকারী। সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের দাবি জানান তারা। তারা অবৈধভাবে রিও গ্রান্ডে নদী পাড়ি দেয়ার চেষ্টাও করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে সীমান্তরক্ষী বাহিনী।

পরিসংখ্যান বলছে, সম্প্রতি কয়েক বছরে অর্থনৈতিক সংকটের জেরে ভেনেজুয়েলা ছেড়েছেন প্রায় ৭০ লাখ বাসিন্দা।

ইউএইচ/

Exit mobile version