Site icon Jamuna Television

ইউক্রেনে লড়তে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত আফগান কমান্ডোদের নিয়োগ দিচ্ছে মস্কো

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ইউক্রেনের বিরুদ্ধে লড়তে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ পাওয়া আফগান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। রুশ মার্সেনারি গ্রুপ- ওয়্যাগনার আফগান কমান্ডোদের নিয়োগের বিষয়টি সমন্বয় করছে বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

মঙ্গলবার (১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বছর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপরই দেশটিতে মার্কিনিদের সঙ্গে কাজ করা আফগান যোদ্ধারা পালিয়ে যায় ইরানে। এবার সেসব আফগান যোদ্ধাদেরই ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য নিয়োগ দিচ্ছে রাশিয়া। আফগান সেনাদের নিয়োগ দিতে খরচ করা হচ্ছে বড় অংকের অর্থ। সাবেক আফগান সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ বাহিনী নিয়োগের ঘোষণার পরপরই রাশিয়া থেকে পালাতে থাকে যুদ্ধ ক্ষমতাসম্পন্নরা। এর জেরেই, ইউক্রেনে লড়াইয়ের জন্য আফগান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া।

/এসএইচ

Exit mobile version