Site icon Jamuna Television

যুদ্ধের পোশাক পরে হ্যালোইন পার্টিতে হাজির ইলন মাস্ক

সম্প্রতি বেশ আলোচনায় ইলন মাস্ক। টুইটারের নিয়ম-কানুন ঢেলে সাজানো থেকে শুরু করে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের একাধিক শীর্ষ কর্মকর্তাকে ছাটাই করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন এই বিলিয়নিয়ার। তবে এসব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না ইলন। সোমবার (৩১ অক্টোবর) কয়েকটি ছবি পোস্ট দিয়ে সেই কথাই জানান দিলেন টেসলার সিইও। খবর এনডিটিভির।

সোমবার রাতে মায়ের সাথে মডেল ও অভিনেত্রী হাইডি ক্লুমের হ্যালোইন পার্টিতে অংশ নেন ইলন। টুইটারে সেই পার্টির দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে ইলনকে চামড়ার লাল সামুরাই ঘরানার পোশাক পরতে দেখা গেছে, যার মূল্য ৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

তার সেই ছবিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকার‍ীরা। যদিও অনেকেই হ্যালোইনে ইলনের এই পোশাক দেখে দ্বিধান্বিত। হ্যালোইনের সাথে সামুরাই পোশাকের কী সম্পর্ক, কমেন্টে সেই প্রশ্নই করে বসেছেন অনেকে। অনেকে আবার বলছেন, ইলনের এই পোশাক হলিউডের কোনো চরিত্রের সাথে মিলে গেছে। অবশ্য ব্যবহারকারীদের বড় একটি অংশই ইলনের প্রশংসায় পঞ্চমুখ।

এসজেড/

Exit mobile version