Site icon Jamuna Television

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার ‘জুড়ওয়া’ খ্যাত অভিনেত্রী রম্ভা, হাসপাতালে ছোট মেয়ে

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা। মেয়েদের নিয়ে স্কুল থেকে ফেরার পথেই এ দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার সামান্য আঘাত লাগলেও ছোট মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১ নভেম্বর) ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রম্ভা। সেখানে তার দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পাশাপাশি হাসপাতালে ভর্তি মেয়ের ছবিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, স্কুল থেকে ফেরার সময় তাদের গাড়িকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বড় মেয়ে ও তার খুব বেশি ক্ষতি না হলেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ছোট মেয়েকে। তার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন বহু ভক্ত।

রম্ভা হিন্দি, তামিল ও তেলেগুসহ মোট আটটি ভাষার ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। বলিউডে সালমান খান ও কারিশমা কাপুরের সাথে ‘জুড়ওয়া’ ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। এছাড়াও তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে, সংগ্রাম, জানি দুশমন: এক আনোখি কাহানি, ঘারওয়ালি-বাহারওয়ালিসহ আরও অনেক।

এসজেড/

Exit mobile version