Site icon Jamuna Television

কোরীয় উপদ্বীপে বড় সামরিক মহড়া শুরু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার

কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করলো যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। এই যৌথ সামরিক প্রশিক্ষণ, ভিজিল্যান্ট স্ট্রমে অংশ নিয়েছে দুই দেশের প্রায় ২৪০টি যুদ্ধবিমান। মহড়া চলবে শুক্রবার পর্যন্ত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওয়াশিংটন জানায়, প্রায় এক হাজার ছয় শ’ দফায় আক্রমণ অনুশীলন পরিচালনা করা হবে। এর মধ্যে টানা ২৪ ঘণ্টা বোমাবর্ষণের মহড়া চালানো হবে বলেও জানানো হয়। বার্ষিক এ মহড়ায় এবারই সবচেয়ে বেশি সংখ্যক মিশন পরিচালনা করা হচ্ছে।

এদিকে, এই সামরিক প্রশিক্ষণের নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। এ অনুশীলনকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর মহড়া হিসাবে আখ্যায়িত করা হয়। এটি ওয়াশিংটন ও সিউলের শত্রুতামূলক নীতির প্রমাণ বলেও উল্লেখ করে উত্তর কোরিয়া।

ইউএইচ/

Exit mobile version