Site icon Jamuna Television

টুইটার কিনতে মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার সরকার, ডরসি

ছবি: সংগৃহীত

সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে টুইটার কিনতে গিয়ে বিভিন্ন উৎস থেকে টাকা নিয়েছেন তিনি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার কেনার চুক্তিতে ইলন মাস্কের অংশীদার হিসেবে রয়েছেন সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বেন তালাল, টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, কাতার সরকারসহ আরও অনেকে।

কিংডম হোল্ডিং কোম্পানির মাধ্যমে টুইটারের প্রায় সাড়ে তিন কোটি শেয়ার স্থানান্তর করেছেন সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল। প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলার ধরলে তার বিনিয়োগ দাঁড়ায় প্রায় ১৯০ কোটি ডলার। এর ফলে টুইটার নিয়ন্ত্রণকারী নতুন কোম্পানি এক্স হোল্ডিংসে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে নাম লিখিয়েছেন সৌদি যুবরাজ।

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী ১ কোটি ৮০ লাখের বেশি শেয়ার স্থানান্তর করেছেন। এগুলোর বাজার মূল্য প্রায় ৯৭ কোটি ৮০ লাখ ডলার। এর মাধ্যমে তিনিও টুইটারে অংশীদারত্ব পেয়েছেন।

সফটওয়্যার কোম্পানি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনও ইলন মাস্কের নিয়ন্ত্রণাধীন টুইটারে অংশীদারত্ব পেতে বিনিয়োগ করেছেন। তার বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি ডলার।

সভেরিন ওয়েলথ ফান্ড অব কাতারের সহায়ক সংস্থা কাতার ইনভেস্টমেন্ট অথরিটিও টুইটারে বিনিয়োগ করেছে। এক্স হোল্ডিংসে শেয়ারের জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি।

/এনএএস

Exit mobile version