Site icon Jamuna Television

১৪ বছর বয়সী যমজ দুই বোনের বিষপান, এক বোনের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে হাসি ও খুশি নামে যমজ দুই বোন একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার বিয়াঘাট সুজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় হাসির মৃত্যু হয়। ১৪ বছর বয়সী যমজ দুই বোন একই এলাকার ফারুক হোসেনের মেয়ে। তারা দু’জনই বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার সময় হাসির সাথে খুশির নিজ বাড়িতেই কথা কাটাকাটি হয়। এসময় দু’জনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে দুপুর একটার দিকে খুশির ওপর অভিমান করে হাসি তাদের বাড়িতে থাকা জমির কীটনাশক খায়। পরে খুশিও একই কীটনাশক পান করে।

পরে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দুই যমজ বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসির অবস্থা খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খুশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে দুই বোনের কথা কাটাকাটি হয় তা জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এনএএস

Exit mobile version