Site icon Jamuna Television

দেশের বাইরে ভারতের পারফরম্যান্স ভালো নয়: আফ্রিদি

ছবি: সংগৃহীত

ভারতকে ভারসাম্যপূর্ণ দল মনে করলেও দেশের বাইরে রোহিত-কোহলিদের রেকর্ড ভালো নয় বলে মন্তব্য করেছেন আফ্রিদি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচ জয় পেয়েছিল ভারত। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে পাত্তাই দেননি কোহলিরা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে হেরেছে ভারত। বুধবার (২ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে ভারতের পারফরম্যান্স নিয়ে আফ্রিদি বলেছেন, ‘ভারত যেভাবে একটু একটু করে ওপরে যাচ্ছে, তারা যেকোনো কিছু করতে পারে। এমন না যে ভারতের বাইরে তাদের রেকর্ড খুব ভালো কিংবা তারা খুব ভালো পারফরম্যান্স দেখায়। দেখা যাক কী হয়। তবে তারা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে মার্করামের ক্যাচ ছেড়েছিলেন কোহলি। সেই ক্যাচ ছাড়া নিয়ে পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি না, ক্যাচ ছাড়া নিয়ে সে খুব একটা চাপে থাকবে। তবে এমনটা কখনো কখনো হয়।’ এ সময় পাকিস্তানি ব্যাটসম্যানদের সমালোচনাও করেছেন আফ্রিদি। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাঠে ছক্কা মারার মতো খুব বেশি ব্যাটসম্যান আমাদের নেই।’

অ্যাডিলেডে কাল বাংলাদেশ সময় বেলা দুইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সুপার টুয়েলভে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ জিতেছে দুই দল।

/এনএএস

Exit mobile version