Site icon Jamuna Television

বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে রাজধানীতে গার্মেন্টসকর্মীদের আন্দোলন প্রত্যাহার

পাওনা পরিশোধের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে রাজধানীর ওলিও অ্যাপারেলস কারখানার পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় প্রায় ১৬ ঘণ্টা পর সড়ক ছাড়েন শ্রমিকরা।

কারখানার মালিকের দাবি, ভুল বোঝাবুঝির কারণে শ্রমিকরা বিক্ষোভ করেন। আগামী রোববার থেকে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে।

মঙ্গলবার সকালে বেতনসহ বকেয়া না দিয়ে কারখানা সরিয়ে নেয়ার প্রতিবাদে রাজধানীর আরামবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওলিও গার্মেন্টসের কর্মীরা। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। বেতন-ভাতা পরিশোধ না করেই মালিক কারখানা সরিয়ে নিচ্ছেন এমন অভিযোগ করে শ্রমিকরা।

এদিন রাস্তা অবরোধ করে দিনভর চলে বিক্ষোভ। শ্রমিকদের এমন বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

আন্দোলনের এক পর্যায়ে রাতে শ্রম ভবনে মালিক-শ্রমিক বৈঠকে বসেন। প্রায় চার ঘণ্টা বৈঠক শেষে কারখানা মালিক জানান, শ্রমিকদের সব দাবি মেনে নেয়া হয়েছে।

দাবি মেনে নেয়ার আন্দোলনকারী এখন খুশি। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন।

/এমএন

Exit mobile version