Site icon Jamuna Television

ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ বিকাল ৪ টায় ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশে বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে মানব বন্ধনে দাঁড়ায়। এসময় পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশ আন্দোলনকারীদের জানায় এখানো কোন কর্মসূচি পালন করার অনুমতি নেই। একপর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়।

পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের, মানব বন্ধন করতে পারেনি শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনকারীরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে চাইলে সেখানেও পুলিশ বাধা দেয়।

Exit mobile version