Site icon Jamuna Television

চেক জমা দিয়ে কেনা যাবে শেয়ার, চারটি শর্ত আরোপ করে প্রজ্ঞাপন জারি

পুঁজিবাজারে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে চেক জমা দিয়েই শেয়ার কেনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এক্ষেত্রে চারটি শর্ত আরোপ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিনিয়োগকারীর জমা দেয়া চেক যদি ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক সেদিন বা পরের কর্মদিবসে ব্যাংকে জমা না দেয়, তাহলে পরের এক বছরের জন্য আইপিওতে যোগ্য বিনিয়োগকারীর সুযোগ-সুবিধা হারাবে তারা। ব্যাংক হিসাবে যদি সমপরিমাণ টাকা পাওয়া না যায়, তখন ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকের হিসাব থেকে সে টাকা দিতে হবে। সেটিও যদি না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান আইপিওতে এক বছরের জন্য সব সুবিধা হারাবে।

অপরদিকে, যে গ্রাহকের চেক বাউন্স হবে, তিনি পরের এক বছর শেয়ারবাজারে আর লেনদেন করতে পারবেন না। প্রতিটি স্টক ব্রোকারকে ডিজঅনার চেকের তালিকা মাস শেষ হওয়ার ১০ দিনের মধ্যে বিএসইসিকে পাঠাতে হবে।
এর আগে গত ১১ অক্টোবর গ্রাহকের চেক ব্রোকারেজ হাউসের হিসাবে নগদায়ন না হওয়া পর্যন্ত বিনিয়োগকারী লেনদেন করতে পারবে না বলে ব্রোকারেজ হাউসগুলোয় ডিএসই চিঠি পাঠায়।

/এমএন

Exit mobile version