Site icon Jamuna Television

রোহিতকে জীবন দিয়ে তা কেড়েও নিলেন হাসান মাহমুদ

ছবি: সংগৃহীত

তাসকিনের আহমেদের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে রোহিত শর্মার সহজ ক্যাচ ছেড়েছিলেন হাসান মাহমুদ। ভারত অধিনায়ককে জীবন দিয়ে পরের ওভারে এসে তা কেড়েও নিলেন তরুণ এই পেসার। অফস্ট্যাম্পের বাইরে তার করা শর্ট লেংথের বলে রোহিতের কাট ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দি করেন ইয়াসির আলী। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ছিল ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

বাংলাদেশের একাদশ: নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং।

/এম ই

Exit mobile version