Site icon Jamuna Television

সরকার পতন ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়: আ স ম আব্দুর রব

ছবি: সংগৃহীত

সরকার পতন ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

বুধবার (২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকার পতন ও রাষ্ট্রীয় ব্যবস্থা মেরামতে কাজ করছে গণতন্ত্র মঞ্চ।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এক স্বৈরাচার সরকার উৎখাত করে যেন আরেক স্বৈরাচার সরকার না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে জোনায়েদ সাকী বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে লুটপাটের পথ বেছে নিয়েছে। এ সময় নুরুল হক নূর বলেন, দুর্ভিক্ষের জন্য আওয়ামী লীগ দুর্বৃত্ত সরকার দায়ী। আওয়ামী লীগ গত ১৪ বছরে ১৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন নূর।

ইউএইচ/

Exit mobile version