Site icon Jamuna Television

খেলা শুরু, বাংলাদেশের সামনে এখন যে টার্গেট

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে লিটনের অনবদ্য ব্যাটিংয়ের পর নামে বৃষ্টি। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রানের পর যখন বৃষ্টির কারণে ম্যাচ থেমে যায় তখনই শুরু হয় বৃষ্টি আইনের হিসাবনিকেশ। তাতে টাইগাররা  ১৭ রানে এগিয়ে ছিল। বৃষ্টি থেমেছে। খেলাও মাঠে গড়িয়েছে। বাংলাদেশের সামনে লক্ষ্য ১৬ ওভারে ১৫১ রান।

অর্থাৎ আর ৯ ওভারে ৮৫ রান করলেই ভারতের বিপক্ষে স্বপ্নের জয়ের দেখা পাবে বাংলাদেশ।

প্রশ্ন জাগতে পারে, বৃষ্টিতে যখন খেলা বন্ধ ছিল, হিসাবে কীভাবে হিসাবে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ? এর কারণ ৭ ওভারে ৬৬ রান তোলার পথে একটিও উইকেট হারায়নি টাইগাররা। যদি ভারত বাংলাদেশের ১ উইকেট তুলে নিতো তাহলে সেই লক্ষ্য দাঁড়াতো ৫৩। যদি ৩ উইকেটও পড়তো তার পর এগিয়ে থাকতো টাইগাররা। সেক্ষেত্রে হয়ে যাওয়া ৭ ওভারে লক্ষ্য থাকতো ৬৫।

ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে যাওয়ার পর ওভার কাটা শুরু হয়। এখন বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা সেটিই দেখার বিষয়।

Exit mobile version