Site icon Jamuna Television

বৃষ্টির পর রানআউট লিটন

বৃষ্টি বিরতির পর মাঠে নামলেও ছন্দপতন ঘটেছে বাংলাদেশের। রানআউটে ফিরেছেন দারুণ শুরু এনে দেয়া লিটন। অষ্টম ওভারে দুই রান নিতে গিয়ে রানআউট হয়েছেন ২৭ বলে ৬০ রান করা লিটন। তাতে শুরুতে যে ছন্দ ছিল তাতে ব্যাঘাত ঘটেছে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

মাত্র ২১ বলে ফিফটি করেছেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম ফিফটি। লিটনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ শুরু করে। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৬০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু ছিল দুই ভারতীয় ওপেনার রোহিত-রাহুলের। তাসকিনের বলে জীবন পাওয়া রোহিত ফেরেন দলীয় ১১ রানে। ফেরেন পেসার হাসান মাহমুদের শিকার হয়ে। অন্যপ্রান্তে ৩২ বলে ৫০ রানের ইনিংসের খেলে আউট হন লোকেশ রাহুল। এরপর ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন সুরিয়াকুমার। থিতু হতে পারেননি হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল।

তবে কোহলির অপরাজিত ৬৪ রানের ইনিংসে ঠিকই ১৮৪ রানের বড় সংগ্রহ পায় ভারত। হাসান মাহমুদ ৩টি ও সাকিব নিয়েছেন ২ উইকেট। আর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তাসকিন।

ইউএইচ/

Exit mobile version