Site icon Jamuna Television

উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া গোপনে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মধ্যমে রাশিয়াকে উল্লেখযোগ্য পরিমাণে আর্টিলারি শেল সরবরাহ করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২ নভেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। খবর রয়টার্সের।

এ সময় কিরবি বলেন, রাশিয়া আর্টিলারি শেলগুলো পেয়েছে কিনা এখনও নিশ্চিত নই আমরা। তবে আমরা এ বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, শেলগুলো পরিমাণে একেবারে নগণ্য না হলেও আমরা মনে করি না যে সেগুলো যুদ্ধের গতিবিধি পরিবর্তন করতে পারবে।

এর আগে গেলো সেপ্টেম্বরে উত্তর কোরিয়া জানায়, তারা কখনোই রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেনি এবং করবেও না। সেই সাথে তারা জাতিসংঘকে গুজব ছড়াতে নিষেধ করে।

এটিএম/

Exit mobile version