Site icon Jamuna Television

ইথিওপিয়ায় সংঘাত বন্ধে সরকার-বিদ্রোহীদের মধ্যে সমঝোতা

ইথিওপিয়ার টাইগ্রেতে সংঘাত বন্ধে সম্মত হয়েছে বিবদমান পক্ষগুলো। গতকাল বুধবার (২ নভেম্বর) দেশটির সরকারের সাথে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে বিদ্রোহী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)। খবর রয়টার্সের।

এর মধ্য দিয়ে দুই বছর ধরে চলা সংঘাতের অবসান হবে বলে প্রত্যাশা আফ্রিকান ইউনিয়নের। দক্ষিণ আফ্রিকায় আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় ঐকমত্যে পৌঁছায় দু’পক্ষ। আফ্রিকান ইউনিয়নের পক্ষে মধ্যস্থতা করেন নরওয়ের সাবেক প্রেসিডেন্ট ওলুসেগান ওবাসাঞ্জো। এর ফলে সংঘাতময় অঞ্চলটিতে শুরু করা যাবে ত্রাণ সরবরাহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, টাইগ্রের উত্তরাঞ্চলে প্রায় ৯০ শতাংশ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। চরম অপুষ্টিতে ভুগছে সেখানকার এক-তৃতীয়াংশ শিশু। বিদ্রেহীদের সাথে হওয়া চুক্তি বাস্তবায়ন নিয়ে আশাবাদ জানান প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

/এমএন

Exit mobile version